লক্ষ্মীপুরে ১১৫ টন চাল ও গমের নিলাম হাইকোর্টে স্থগিত - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ১১৫ টন চাল ও গমের নিলাম হাইকোর্টে স্থগিত


আলোকিত বার্তা:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অভিযান চালিয়ে ব্যক্তি মালিকানাধীন গুদাম থেকে জব্দ করা আড়াই হাজার বস্তা (১১৫ মেট্রিক টন) সরকারি চাল ও গম নিলামে তোলার টেন্ডার স্থগিত করেছেন হাইকোর্ট।এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে রোববার (২১ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।হাইকোর্টের এই আদেশের ফলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এনএসআইয়ের যৌথ অভিযানে সরকারি সিল লাগানো কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের ৯৫ মেট্রিক টন চাল ও ২০ মেট্রিক টন গমের নিলাম সোমবার (২২ মার্চ) হচ্ছে না।আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান ও রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাঘমার।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাঘমার।বিপুল বাঘমার জাগো নিউজকে জানান, কাবিখার চাল ও গম নিলামে তোলার টেন্ডার নিয়ে করা আবেদনের বিষয়ে শুনানি নিয়ে রুল জারি করার পাশাপাশি স্থগিতাদেশ দিয়েছেন আদালত। আমরা এ বিষয়ে পরামর্শ করে এর বিরুদ্ধে ব্যবস্থা (আপিল আবেদন) গ্রহণ করবো।

Top