শত্রুর মুখে ছাই দিয়ে সারাদেশে করোনা টিকা কার্যক্রম এগিয়ে চলছে
আলোকিত বার্তা:শত্রুর মুখে ছাই দিয়ে সারাদেশে করোনা টিকা কার্যক্রম এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনার টিকা নেয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘ভ্যাকসিন নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। কখনও বলেছেন টিকা আসবে না, বলেছিলেন শুভঙ্করের ফাঁকি, এ ধরনের বহু কথা আসছে। প্রধানমন্ত্রী শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাওয়ার যে কথা বলেছিলেন অনেকটা সেরকমই সারাদেশে টিকা পাওয়া যাচ্ছে এবং সবাই মিলে টিকা নিচ্ছেন। জটিলতা কিছুটা ছিল, একটু ভীতি কাজ করতো, কিন্তু আজ সবাই লাইন ধরে টিকা নিচ্ছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামালউদ্দিন ও পুলিশের আইজি বেনজির আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও করোনার টিকা নেন।