কর্মকর্তাদের দেশের বাইরের ছুটির আবেদন নিষ্পত্তি সহজ হলো - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কর্মকর্তাদের দেশের বাইরের ছুটির আবেদন নিষ্পত্তি সহজ হলো


আলোকিত বার্তা:মাঠ পর্যায়ের বিসিএস (প্রশাসন) ক্যাডারভুক্ত সহকারী কমিশনার থেকে বিভাগীয় কমিশনার পর্যন্ত কর্মকর্তাদের বহির্বাংলাদেশ (দেশের বাইরে) ছুটির আবেদন নিষ্পত্তি সহজীকরণে পরিপত্র জারি করা হয়েছে।বুধবার (১০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পরিপত্র জারি করা হয়।পরিপত্রে মাঠ পর্যায়ের বিসিএস (প্রশাসন) ক্যাডারভুক্ত সহকারী কমিশনার থেকে বিভাগীয় কমিশনার পর্যন্ত কর্মকর্তাদের বহির্বাংলাদেশ ছুটির আবেদনের ক্ষেত্রে নিষ্পত্তি সহজীকরণের প্রক্রিয়া তুলে ধরে বলা হয়, বহির্বাংলাদেশ ছুটির আবেদন ই-নথির মাধ্যমে পাঠাতে হবে।

সহকারী কমিশনার,সহকারী কমিশনার (ভূমি),সিনিয়র সহকারী কমিশনার,উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসকের বহির্বাংলাদেশ ছুটির আবেদন জেলা প্রশাসকদের ই-নথির মাধ্যমে সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে এবং অনুলিপি সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারকে অবহিত করার জন্য পাঠাতে হবে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।এতে আরও বলা হয়,জেলা প্রশাসক,অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও বিভাগীয় কমিশনারের বহির্বাংলাদেশ ছুটির আবেদন বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ই-নথির মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগের মতামত/সম্মতি গ্রহণের জন্য ই-নথির মাধ্যমে পাঠাতে হবে।

Top