তিনটি পৌরসভা নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তিনটি পৌরসভা নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট


আলোকিত বার্তা:তিনটি পৌরসভা নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।তিনটি রিটের শুনানি নিয়ে তিন মাসের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়।মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।নির্বাচন স্থগিত করা তিনটি পৌরসভা হলো—যশোর সদর, মুন্সীগঞ্জের মিরকাদিম ও জয়পুরহাটের কালাই।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম রাসেল চৌধুরী।মুন্সীগঞ্জের মিরকাদিম ও জয়পুরহাটের কালাই পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ও যশোর সদর পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটগ্রহণের জন্য দিন ঠিক করা হয়েছিল।

Top