আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী
আলোকিত বার্তা:আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।সোমবার এ রিট দায়ের করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।
রিট আবেদনে আইন সচিব,আইন কমিশনের চেয়ারম্যান,স্বরাষ্ট্র সচিব,বার কাউন্সিলের চেয়ারম্যান,মন্ত্রিপরিষদ সচিব,সংসদ সচিবালয়ের সচিব,বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, বার কাউন্সিলের সচিব ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।আবেদনে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে,সারা বাংলাদেশে গত কয়েক বছরে ৬৭ জনের বেশি বিজ্ঞ আইনজীবী হত্যা,নির্যাতন,হামলা-অপহরণের শিকার হয়েছেন।এ সংখ্যা আরও বেশি হতে পারে।আইনজীবীদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন চাঞ্চল্যকর ও স্পর্শকাতর মামলা পরিচালনা ও শুনানি করতে হয়। যে কারণে কোর্ট রুম থেকে বের হয়েই আদালতের অফিসার তথা আইনজীবীরা সম্পূর্ণ নিরাপত্তাহীন হয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে অমানুষিক ও বর্বর নির্যাতনের শিকার হতে হয়।আগামী সপ্তাহে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।