সারাবিশ্বে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সারাবিশ্বে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে


আলোকিত বার্তা:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,সারাবিশ্বে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে,কিন্তু বাংলাদেশে এখনও ভ্যাকসিন আসে নাই। ভারত থেকে ভ্যাকসিন আসার পর নাকি দেয়া শুরু হবে। ভারতে যেই ভ্যাকসিন ২.৪০ ডলারে দেয়া হচ্ছে, সেই ভ্যাকসিন বাংলাদেশে নাকি ৪ ডলারে দেয়া হবে। করোনাভাইরাসের মধ্যেও সরকার চুরি নিয়ে ব্যস্ত।বৃহস্পতিবার বিকালে দিনাজপুর শহরের রামনগর মোড়ে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, ৫০ বছর আগে আমরা এ দেশকে স্বাধীন করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। দুঃখজনক হলেও সত্য, আমরা সেটা পাইনি। স্বাধীনতার ৫০ বছরেও আমাদের ভোটের অধিকার নিয়ে আন্দোলন করতে হচ্ছে। এখনও আমরা ভোট দিতে পারিনি, আমাদের ভোট চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের আন্দোলন। এ আন্দোলন হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী ১৬ জানুয়ারি দিনাজপুর পৌরসভা নির্বাচনে সব বাধা-বিপত্তি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের কথা বলার স্বাধীনতাও হরণ করা হয়েছে। মানুষকে কথা বলতে দেয়া হচ্ছে না। সাংবাদিকরাও যাতে সত্য কথা না লিখতে পারেন, সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। গত মাসেও সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০০ মানুষকে গ্রেফতার করা হয়েছে।তিনি বলেন, ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসে এই সরকারের আমলে এখন ৬০ টাকায় চাল কিনে খেতে হচ্ছে। এ সরকারের জুলম অত্যাচারের জবাব হিসেবে আগামী ১৬ জানুয়ারি দিনাজপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, দিনাজপুর পৌরসভায় বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা।তিনি দিনাজপুর শহরের রেলস্টেশনের সামনে অনুরূপ এক নির্বাচনী পথসভায়ও বক্তব্য রাখেন। পরে রাতে দিনাজপুরের বীরগঞ্জে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Top