একটা রাজনৈতিক দলের নেতাকর্মী কখনোই তো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে পারে না - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

একটা রাজনৈতিক দলের নেতাকর্মী কখনোই তো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে পারে না


আলোকিত বার্তা:সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,একটা রাজনৈতিক দলের নেতাকর্মী কখনোই তো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে পারে না।এটা তো একটা ডিসিপ্লিনের মধ্যে আছে। আমাদের মধ্যে নানা ডিফারেন্স অব অপিনিয়ন হতে পারে, সেটা হাউজের মধ্যে। ওপেন কোনো জায়গায় তো আমরা কোনো কথা বলতে পারি না।
তিনি বলেন, ভিন্নমত থাকতে পারে, কিন্তু দলীয় শৃঙ্খলার বাইরে কেউ নন।মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিস দেয়ার প্রসঙ্গে রিজভী এ সব কথা বলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সোমবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও শওকত মাহমুদকে ‘শোকজ’ নোটিস পাঠানো হয়।

বিএনপির এ নেতা বলেন, আমি সালাম (আবদুস সালাম) ভাইয়ের বিরুদ্ধে, সালাম ভাই আমার বিরুদ্ধে বা দলের সর্বোচ্চ নেতৃত্ব সম্পর্কে আমরা যদি প্রকাশ্যে বলি, তাহলে জনগণ কী ভাববে? এটা তো কখনোই হতে পারে না।রিজভী আরও বলেন, দলের শৃঙ্খলাভঙ্গ করলে সাংগঠনিক কী কী পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে লেখা আছে।
কী কারণে দুজনকে শোকজ নোটিস দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ইন্টারনেটের মাধ্যমে উনাদেরকে চিঠি দিয়ে বলেছি- কী কারণে শোকজ করা হয়েছে। উনারা জবাব দিক, তারপরে দল যেটা সিদ্ধান্ত নেয়ার নেবে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, সেলিমুজ্জামান সেলিম, এমএ খালেক, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Top