ঢাকাকে সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব
আলোকিত বার্তা:নিজস্ব অর্থায়নে যদি পদ্মা সেতু নির্মাণ করা যায়,তা হলে ঢাকাকেও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, রাজধানী ঢাকাকে সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৫ জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে দুই মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) সকালে ডিটিসির বোর্ডসভায় কাদের এসব কথা বলেন। তিনি নিজের বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।দেশের উন্নয়ন ও অর্জনের সঙ্গে ঢাকা শহরের চেহারার কোনো মিল নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটিতে দেখতে চাই, এর জন্য যা যা করার সবই করবে সরকার।
নিউমার্কেট মোড়, পল্লবীসহ শহরের বিভিন্ন এলাকায় ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা বন্ধে ডিএমপির সহযোগিতা নিয়ে দুই মেয়রকে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ফুটপাত উদ্ধারের কার্যক্রমও জোরদার করতে হবে।মন্ত্রী রুট পারমিটের বিষয়ে বিদ্যমান আইন-বিধি পর্যালোচনা করে নতুন প্রস্তাব তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, নির্মাণাধীন বিআরটির কাজ দ্রুত শেষ করে জনভোগান্তি কমাতে হবে। মোটরসাইকেলে যারা হেলমেট পরবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এক্ষত্রে কোনোভাবেই রাজনৈতিক পরিচয় বিবেচনায় আনা যাবে না।