সার্বভৌমত্ব রক্ষায় স্বৈরাচারের শেকড় উপড়ে ফেলতে হবে - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সার্বভৌমত্ব রক্ষায় স্বৈরাচারের শেকড় উপড়ে ফেলতে হবে


আলোকিত বার্তা:‘সার্বভৌমত্ব রক্ষায় স্বৈরাচারের শেকড় উপড়ে ফেলতে হবে’বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সার্বভৌমত্ব রক্ষা পরিষদের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যারা বলেন এই সরকার বেশিদিন টিকে থাকবে না। আমি বলি, পৃথিবীতে ৩৪ বছর ফ্যাসিবাদ টিকে ছিল। মিশরের হোসনি মোবারক টিকে নাই? আমি বলবো, ফ্যাসিবাদ উৎখাত করতে স্বৈরাচারের শেকড় উপড়ে ফেললেই সার্বভৌমত্ব রক্ষা হবে।নাগরিক ঐক্যের আহ্বায়ক আরও বলেন, ‘এই সরকার মানুষের জীবনের মূল্য দিতে পারেনি। নারীর সম্মান নষ্ট করেছে। রোহিঙ্গা সামলাতে পারেনি। টাকা পাচার করেছে। ক্ষমতায় থাকতে চুরি করে ভোটের অধিকার হরণ করছে।

এই যে জুলুম চলছে। অনেককে গুম করা হয়েছে। আমরাও যেকোনো সময় এর শিকার হতে পারি।সার্বভৌমত্ব রক্ষা পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য ইশরাক হোসেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর প্রমুখ বক্তব্য দেন।

Top