দেশে কাউকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে দেয়া হবে
আলোকিত বার্তা:বাংলাদেশ হিন্দু,মুসলিম,বৈদ্ধ,খ্রিষ্টান সবার বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন,সবার রক্তস্রোতের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করেছে।এই দেশে কাউকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে দেয়া হবে না।রবিবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যু বার্ষিকী’ উপলক্ষে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত ‘গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।হাছান মাহমুদ বলেন, ১৯৭১ সালে যে শক্তি স্বাধীনতার বিরোধীতা করেছিল, মুক্তিযোদ্ধাদের কাফের আখ্যায়িত করেছিল, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম বলেছিল, যে শক্তি ফতোয়া দিয়ে বলেছিল যুদ্ধের মধ্যে গনিমতের মাল হিসেবে নারী ধর্ষণ জায়েজ, সেই অপশক্তিই এখন বিভ্রান্তি ছড়াচ্ছে। আজকে ভাস্কর্য আর মূর্তিকে এক করে ফেলা হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, ভাস্কর্য পৃথিবীর সব দেশে আছে। এমনকী সৌদি আরবেও ভাস্কর্যের জাদুঘর আছে। রাস্তায় রাস্তায় তাদের শাসকদের ভাস্কর্য আছে। অথচ আমাদের দেশে ভাস্কর্য নিয়ে বক্তব্য দিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। যদি তাদের কথা অনুযায়ী ভাস্কর্য রাখা গ্রহণযোগ্য না হয়, তাহলে তাদের বাবার ছবি রাখাও গ্রহণযোগ্য নয়।কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, যারা ভাস্কর্যে আঘাত হেনেছে, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জনগণের দাবি। তাদের শাস্তি পেতেই হবে। বিভ্রান্তিমূলক বক্তব্যের বিরুদ্ধে জনগণ যেভাবে ফুঁসে উঠছে, তাদের থেকে ভাস্কর্যবিরোধীরা পরিত্রাণ পাবেন না।সভায় অভিনেত্রী তারিনসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।