দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না


আলোকিত বার্তা:দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। হেফাজতের নেতাদের উস্কানিতে এ ঘটনা ঘটেছে কিনা তা তদন্তের পর জানা যাবে। তবে সে যেই হোক, দোষী হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, ভাস্কর্য মানেই পূজা নয়, ভাস্কর্য মানে বঙ্গবন্ধুকে হৃদয়ে স্থান দেয়া।তিনি জানান, দেশের গুরুত্বপূর্ণ ভাস্কর্যের নিরাপত্তায় ব্যবস্থা নেবে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,ভাঙার সঙ্গে যুক্ত মাদ্রাসাছাত্র আবু বকর ও নাহিদসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

Top