করোনা পজিটিভের একদিন পর নেগিটিভ স্বরাষ্ট্রমন্ত্রী - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা পজিটিভের একদিন পর নেগিটিভ স্বরাষ্ট্রমন্ত্রী


আলোকিত বার্তা:আইইডিসিআরে করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসার এক দিন পর রাজারবাগ পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের।শনিবার (১৪ নভেম্বর) আইইডিসিআরে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু রবিবার(১৫ নভেম্বর)জানান,১৫ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কোস্টগার্ডের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিনের। প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে যাওয়ার ২৪ ঘণ্টা আগে কোভিড-১৯ টেস্ট করাতে হয়।

সেজন্য শনিবার ১৪ নভেম্বর তারা আইইডিসিআর-এ নমুনা দেন। রাতে পাওয়া রিপোর্টে জানা যায়, তারা দুজনেই করোনা পজিটিভ। তাই তারা রবিবারের অনুষ্ঠানে আর অংশ নেননি।তবে, তারা দুজনই শারীরিকভাবে সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে আছেন।

Top