ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে আজ ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে আজ ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে


আলোকিত বার্তা:ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে আজ ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এ অঞ্চলে আজকের দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ কথা বলেছে আবহাওয়া অধিদফতর।পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৫ মিনিটে।

Top