সরকার নিজেই ভয়াবহ পরিস্থিতি ডেকে আনছে - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকার নিজেই ভয়াবহ পরিস্থিতি ডেকে আনছে


আলোকিত বার্তা:সরকার নিজেই ভয়াবহ পরিস্থিতি ডেকে আনছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, আন্দোলন সংগ্রামের ন্যায়সঙ্গত অধিকারকে স্তব্ধ করার খেসারত সরকারকেই দিতে হবে। ভিন্নমত-পথকে নিধন করা, উচ্ছেদ করা ও কর্তন করার পরিণতি ভয়াবহ হতে বাধ্য। বেআইনিভাবে রাষ্ট্রশক্তি প্রয়োগ করে হত্যা-নির্যাতন সংগঠিত করে, জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করে দীর্ঘদিন ক্ষমতার মসনদ ধরে রাখা যায় না। সরকারকে অবশ্যই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অনুষ্ঠানে সশস্ত্র হামলা চালিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ৩৫ জন আহত এবং খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে রাজপথ অবরোধকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২০ জন আহতের ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। সভা-সমাবেশ ও ন্যায়সঙ্গত আন্দোলন-সংগ্রামে সব ধরনের হামলা, মামলা বন্ধ ও পাটকল শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান আ স ম রব।

Top