বিআইএফএল’র ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিআইএফএল’র ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা


আলোকিত বার্তা:৫৮৪ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেডের (বিআইএফএল) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম ফরমানুল ইসলামসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) জনসংযোগ (পরিচালক) কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।তিনি জানান, সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম মামলাটি করেন দায়ের করেছেন। মামলায় অপর আসামি করা হয়েছে বিআইএফএফএলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (হেড অব ট্রেজারার) মো. নিসারুল কবির সিদ্দিকীকে।জানা গেছে, মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আসামিরা পরস্পর যোগসাজশে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে বিআইএফএফএল’র পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বাজার বিভাগের সার্কুলার ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিপত্রকে অমান্য করে সরকারি টাকা ঝুঁকিপূর্ণ বেসরকারি ব্যাংক এবং অতালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখেন।আসামিরা দুইটি বেসরকারি ব্যাংকে ১৫০ কোটি তিন লাখ ৯৩ হাজার ৬৩৫ টাকা এবং ১২টি অতালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানে এফডিআর হিসেবে ৪৩৪ কোটি ৬৩ লাখ ২১ হাজার ২৬ টাকা জমা করেন বলে মামলা বলা হয়। এই প্রক্রিয়ায় মোট ৫৮৪ কোটি ৬৭ লাখ ১৪ হাজার ৬৬১ টাকা আত্মসাত করা হয়েছে উল্লেখ করে এজাহারে বলা হয়, এসব অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা নেই।

Top