ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার ঘটনা নতুন নয় - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার ঘটনা নতুন নয়


আলোকিত বার্তা:ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার ঘটনা নতুন নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, আগেও এমন অপকর্ম-জঘন্য অপরাধ করেছে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সিলেট এমসি কলেজ হোস্টেলে গৃহবধূ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। বলেন, দোষীদের শুধু চিহ্নিত করলেই হবে না, গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

কারও ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকার ভয়ভীতি এবং ত্রাস সৃষ্টি করে জাতিকে দমনের চেষ্টা করছে।প্রসঙ্গত, সিলেট এমসি কলেজে এক গৃহবধূকে তার স্বামীর সামনের ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে।

Top