ভার্চ্যুয়াল পদ্ধতিতে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে চার হাজার ৭৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভার্চ্যুয়াল পদ্ধতিতে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে চার হাজার ৭৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে


আলোকিত বার্তা:ভার্চ্যুয়াল পদ্ধতিতে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে চার হাজার ৭৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।শনিবার(২৬ সেপ্টেম্বর)এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।গত ১৩ জুলাই থেকে ২৪ সেপ্টম্বর পর্যন্ত সময়ে এসব মামলা নিষ্পত্তি করা হয়।হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান,তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১৩ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি বেঞ্চ ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করছেন।

শারীরিক উপস্থিতি ব্যতিরেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের ১৩ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আপিল বিভাগে চার হাজার ৭৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১৫ হাজার ৪৬০টি।

Top