খাদ্যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার পরামর্শ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খাদ্যে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার পরামর্শ


আলোকিত বার্তা:খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতে চলমান ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।কমিটির সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।কমিটির সদস্য খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম নাহিদ, হাজী মোঃ সেলিম, মোঃ আতিউর রহমান আতিক, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মোঃ আব্দুল হাই, মোঃ আয়েন উদ্দিন এবং বেগম আঞ্জুম সুলতানা সভায় অংশগ্রহণ করেন।

সভায় কমিটির ৫ম বৈঠকের কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।বিগত ১ম বৈঠক থেকে ৪র্থ বৈঠক পর্যন্ত গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কেও বিশদ আলোচনা করা হয়।খাদ্য মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খাদ্য অধিদফতরের মহাপরিচালক,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়াররম্যান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Top