সম্পত্তিতে হিন্দু-বৌদ্ধ নারীদের সমান অধিকার নিশ্চিতে আইনি নোটিশ - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সম্পত্তিতে হিন্দু-বৌদ্ধ নারীদের সমান অধিকার নিশ্চিতে আইনি নোটিশ


আলোকিত বার্তা:স্বামী বা মা-বাবার সম্পত্তিতে হিন্দু ও বৌদ্ধ নারীদের সমান অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়নে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও ধর্ম সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে।মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা এ নোটিশ পাঠান।

আইনজীবী তনয় কুমার সাহা বলেন,সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদে নারীদের সমান অধিকারের কথা বলা আছে। এ ছাড়া বাংলাদেশ কয়েকটি আন্তর্জাতিক কনভেনশনের সদস্য। ওই সব কনভেনশনের আর্টিকেলগুলোতে এটি বাস্তবায়নের কথা আছে। তাই এ বিষয়ে আইন করতে নোটিশ দিয়েছি। নোটিশের জবাব না পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top