বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটাতেই পরাজিত - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটাতেই পরাজিত


আলোকিত বার্তা:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিএনপি নির্বাচনে হারার আগেই হেরে যায়।তিনি সোমবার সকালে মুন্সীগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধনকালে এ কথা বলেন।ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।ওবায়দুল কাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন,যারা আন্দোলনে পরাজিত হয়,পরবর্তী নির্বাচনেও তারা পরাজিত হয়।বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটাতেই পরাজিত।তাই জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে জনগণ যাদের বারবার প্রত্যাখ্যান করে,তাদের মুখে এমন কথা শোভা পায় না।সরকারের জনসমর্থন নেই’-বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন আছে কী নেই তার মানদণ্ড কী? সে অভিন্ন মাপকাঠিতে বিএনপি কী জনসমর্থন মেপে দেখেছে?তিনি বলেন, নির্বাচন যদি মানদণ্ড হয় সে ক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট।

Top