জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটল
আলোকিত বার্তা:জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটল রোববার।৩৭তম বিসিএসে নন-ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত সহকারী রাজস্ব কর্মকর্তাদের পোস্টিং দেয়া হল লটারির মাধ্যমে। পদায়নে স্বচ্ছতা আনতে শুল্ক ও ভ্যাট প্রশাসন উইংয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে লটারি করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।সে অনুযায়ী তিনি ৩১৫ নবনিযুক্ত কর্মকর্তাকে পোস্টিংয়ের নির্দেশ দেন। খুব দ্রুত প্রজ্ঞাপন জারি হতে পারে। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে কাস্টমস উইংয়ে কর্মরতদের সঙ্গে স্টাফ মিটিং করেন এনবিআর চেয়ারম্যান। সাঁটলিপিকার, উচ্চমান সহকারী তদূর্ধ্ব কর্মকর্তারা এতে অংশ নেন। বিকাল ৫টার দিকে হঠাৎ এনবিআর চেয়ারম্যান শুল্ক ও ভ্যাট প্রশাসন উইংয়ে কর্মরত অফিস সহায়ক থেকে শুরু করে ঊর্ধ্বতন সব কর্মকর্তাকে তলব করেন।সব কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে তলব করায় অনেকে ঘাবড়ে যান। এদিক-সেদিক ছোটাছুটি করে ডাকার কারণ জানতে চান। আবার অনেকে অফিস সময় শেষ হওয়ায় স্টাফ বাসে চড়ে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলেন।
এ মুহূর্তে জরুরি ডাক পড়ার সবার মুখেই ছিল চিন্তা ও আতঙ্কের ছাপ। ভীতসন্ত্রস্ত হয়ে মিনি কনফারেন্স রুমে প্রবেশ করে তারা দেখতে পান, লটারির চিরকুট ওঠানোর জন্য তাদের ডাকা হয়েছে। অনেকে ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে পড়েন। কী করবেন, তা ভেবে পাচ্ছিলেন না।জানা গেছে, লটারির জন্য প্রথমে নবনিযুক্ত কর্মকর্তাদের মেধাক্রমের তালিকা নেন চেয়ারম্যান। এরপর একটি বাক্সে চট্টগ্রাম কাস্টমস, ঢাকা বন্ড কমিশনারেট, ঢাকা কাস্টমস ও কমলাপুর আইসিডি ছাড়া বাকি সব ভ্যাট কমিশনারেটের ও কাস্টম হাউসের নাম লেখা হয়। এরপর একে একে কর্মকর্তা-কর্মচারীরা ক্রমানুসারে চিরকুট ওঠান। চিরকুটে যে কাস্টম হাউস বা ভ্যাট কমিশনারেটের নাম লেখা ছিল, ওই কর্মকর্তাকে সেখানেই পদায়নের নির্দেশ দেন।নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, নবনিযুক্ত কর্মকর্তাদের পদায়নে এনবিআর চেয়ারম্যান মহোদয়ের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা তদবির করেন।
বেশিরভাগ তদবির ছিল চট্টগ্রাম কাস্টম হাউস,ঢাকা বন্ড কমিশনারেট, ঢাকা কাস্টম হাউস ও কমলাপুর আইসিডিকেন্দ্রিক।তাই পদায়নের ক্ষেত্রে এসব দফতর বাদ দেয়া হয়। আর স্বচ্ছতা নিশ্চিত করতে সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে লটারির আয়োজন করা হয়।লটারিতে অংশ নেয়া একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন,লটারিতে পোস্টিং এনবিআরের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। আগের চেয়ারম্যানরা কাস্টমস কর্মকর্তাদের অর্ডার করার ক্ষেত্রে কারও সঙ্গেই পরামর্শ করতেন না। প্রয়োজনে শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য ও প্রথম সচিব ডাকতেন।কিন্তু নিজের ইচ্ছামতো অর্ডার করতেন। এক্ষেত্রে বর্তমান চেয়ারম্যান স্যার একেবারেই ব্যতিক্রম। তিনি অর্ডারের স্বচ্ছতা বজায় রাখতে সব কর্মকর্তা-কর্মচারীকে ডেকে লটারির মাধ্যমে নিয়োগ দিয়েছেন।গত বছর অক্টোবরে ৩৭তম বিসিএসের নন-ক্যাডার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এর মধ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন ৩৮৭ জন।এর আগে একই বিসিএস থেকে ৭৯০ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়।