ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন আরো ৯০ দিন পিছিয়ে দেয়া হয়েছে
আলোকিত বার্তা:ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন আরো ৯০ দিন পিছিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো.আলমগীর৷ রবিবার(২৩ আগস্ট)বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।ইসি সচিব জানান, ঢাকা-৫ ও নওগাঁ- ৬ আসনের উপনির্বাচন আগামী ১৭ অক্টোবর এবং পাবনা-৪ আসনের উপনির্বাচন ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।তবে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন আরো ৯০ দিন পিছিয়ে দেয়া হয়েছে।
তিনি আরো জানান,করোনা পরিস্থিতিতে কোনো নির্বাচনে পথসভা,মিছিল,সভা-সমাবেশ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যাবে না।এছাড়া,প্রশাসকের মেয়াদ শেষ হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন করা হবে বলেও জানান সচিব।