বড় জলোচ্ছ্বাসের আশঙ্কা আম্পানের চেয়েও
আলোকিত বার্তা:লঘু নিম্নচাপ ও অমাবস্যার কারণে এক থেকে দুই ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হচ্ছে উপকূলীয় এলাকা।কোথাও কোথাও ঘূর্ণিঝড় আম্পানের চেয়েও উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।শনিবার(২২ আগস্ট)বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ আশঙ্কার কথা জানিয়েছে।বন্য পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে,মধ্য বঙ্গোপসাগরে লঘু নিম্নচাপ ও অম্যাবসার কারণে ঘূর্ণিঝড় আম্পানের চেয়েও বেশি উচ্চতায় জোয়ার হওয়ায় লোকালয়ে পানি ঢুকেছে।
এদিকে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের সব বাঁধের মেরামত কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম।প্রতিমন্ত্রী এনামুল হক শামীম বলেন,অনেকগুলো বাঁধ আছে অনেক আগের। কোনোটা ৫০-৬০ বছর আগের,কোনোটা ২৫-৩০ বছর আগের। পর্যায়ক্রমে সবগুলো বাঁধকে উঁচু প্রশস্ত করার দরকার। মেরামত কাজটা আরো করা দরকার। এছাড়া বাঁধকে দেখাশোনা রক্ষণাবেক্ষণ করতে জনবল নিয়োগ করেছি।