২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক তৈরি হয়েছে,এখন শুনানির জন্য আমি অতি দ্রুত ব্যবস্থা করব - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক তৈরি হয়েছে,এখন শুনানির জন্য আমি অতি দ্রুত ব্যবস্থা করব


আলোকিত বার্তা:অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন,২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক তৈরি হয়েছে,এখন শুনানির জন্য আমি অতি দ্রুত ব্যবস্থা করব।অ্যাটর্নি জেনারেল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।মাহবুবে আলম বলেন,২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক তৈরি হয়েছে শুনেছি।আমি এ ব্যাপারে চেষ্টা করব দ্রুত কোনো কোর্টে শুনানির জন্য ধার্য করা যায় কিনা।আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন,২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে যদি শুনানি হয় তাহলে মনে করব সেটা রাজনৈতিক কারণে হচ্ছে। কারণ হাইকোর্টে অনেক ডেথ রেফারেন্স শুনানির জন্য সিরিয়ালি রয়েছে।

এ বক্তব্য প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন,এটা কোনো কথা হল না,এটা অনেক আগের মামলা।তৎকালীন সরকার ইচ্ছাকৃতভাবে এটাকে ভিন্নখাতে প্রবাহিত করেছিল এবং এটা যদিও ডেথ রেফারেন্স কেস হিসেবে পরে এসেছে,কিন্ত মূল যে অপরাধ সেটা অনেক আগের।কাজেই ডেথ রেফারেন্স শুনানি করা যাবে না,এ কথা যদি আসামি পক্ষের আইনজীবীরা বলেন,তাহলে আমি বলব মামলাটাকে বিলম্ব করার জন্য তারা কথাটা বলছেন।

Top