সশস্ত্র বাহিনীতে গত এক সপ্তাহে আরো ৬৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনীতে গত এক সপ্তাহে আরো ৬৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন


আলোকিত বার্তা:সশস্ত্র বাহিনীতে গত এক সপ্তাহে আরো ৬৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এই সময়ে সশস্ত্র বাহিনীর এক সদস্য ছাড়াও অবসরপ্রাপ্ত ও তাদের পরিবারের সদস্য মিলে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে সশস্ত্র বাহিনীতে করোনায় মোট ১২৪ জনের ‍মৃত্যু হলো।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আইএসপিআর জানায়,দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে শনিবার(১৫ আগস্ট)পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের আট হাজার ৬৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এর মধ্যে সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় মারা গেছেন ১৩ জন।এছাড়াও সামরিক বাহিনী থেকে অবসরে যাওয়া ও তাদের পরিবারের সদস্যদের যারা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন, তাদের মধ্যে ১১১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আইএসপিআর আরো জানায়, একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন সাত হাজার ৬৮৬ জন। যাদের অনেকেই এরইমধ্যে কাজে ফিরে গেছেন। বর্তমানে সিএমএইচ-এ চিকিৎসাধীন আছেন ৮২৬ জন।

Top