বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষক এক অনলাইন আলোচনা সভা
আলোকিত বার্তা:বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে‘১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ড :নেপথ্যের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের করণীয়’ শীর্ষক এক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার(১৩ আগস্ট)দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে।এছাড়া দলের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির ফেসবুক পেজেও এটি প্রচার করা হবে।সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন-বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড.নাসরিন আহমদ,জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর রশীদ, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিবিআই) চেয়ারম্যান সাংবাদিক আবেদ খান,রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী মানিক।
সভায় সভাপতিত্ব করবেন- বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, সঞ্চালনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।