লেবাননে বিস্ফোরণের আন্তর্জাতিক তদন্ত দাবি চরমোনাই পীরের - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে বিস্ফোরণের আন্তর্জাতিক তদন্ত দাবি চরমোনাই পীরের


আলোকিত বার্তা:লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় মঙ্গলবার বিকালে ভয়াবহ জোড়া বিস্ফোরণ ঘটনায় শতাধিক মুসলমান নিহত ও হাজার হাজার মুসলমান আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর।বুধবার এক বিবৃতিতে চরমোনাই পীর এ উদ্বেগ প্রকাশ করেন।

বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে আশপাশের এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে এখন শতাধিক।আহত হয়েছেন চার হাজারের বেশি। এটিকে ‘হামলা’ বলে উল্লেখ করেছেন চরমোনাই পীর। তিনি বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ধরনের হামলা মানবসভ্যতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। হামলায় চারদিকে সারি সারি লাশ, দিশেহারা রক্তাক্ত মানুষ। হাসপাতাগুলোতেও জায়গা হচ্ছে না আহতদের। বিলাসবহুল হোটেল, আবাসিক ভবন সবকিছু পরিণত হয়েছে অচেনা বিশাল ধ্বংসস্তূপ। বিস্ফোরণে আহতদের চিৎকার আর নিখোঁজের স্বজনদের দীর্ঘশ্বাসে ভারি হয়ে উঠছে আকাশ-বাতাস। জোড়া বিস্ফোরণের এ ধ্বংসলীলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও শোক প্রকাশ করেন চরমোনাই পীর। সেই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।বিবৃতিতে চরমোনাই পীর বৈরুতের হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করে বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের চিহ্নিত করে আন্তর্জাতিক বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সেই সঙ্গে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধভাবে এ হামলার মোকাবেলা করতে হবে।

Top