উৎপাদনমুখী শিল্পকারখানার প্রণোদনা আরও ৩ হাজার কোটি টাকা বাড়ানো হচ্ছে - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

উৎপাদনমুখী শিল্পকারখানার প্রণোদনা আরও ৩ হাজার কোটি টাকা বাড়ানো হচ্ছে


আলোকিত বার্তা:উৎপাদনমুখী শিল্পকারখানার প্রণোদনা আরও ৩ হাজার কোটি টাকা বাড়ানো হচ্ছে। এতে প্যাকেজের আকার বেড়ে দাঁড়াচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। এর আগে প্রধানমন্ত্রী উৎপাদনমুখী শিল্পের জন্য ৩০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন। বর্ধিত (তিন হাজার কোটি টাকা) এই প্রণোদনার অর্থ ব্যয় করা যাবে রফতানিমুখী শিল্পকারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে প্যাকেজের আকার বৃদ্ধি ও এর ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।জানা যায়, কেন্দ্রীয় ব্যাংক রফতানিমুখী শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয়কে ৩ হাজার কোটি টাকা ঋণ দেয়ার প্রস্তাব দেয়।সেখানে চলতি বাজেট থেকে সহজ শর্তে ও স্বল্প সুদে এই অর্থ ছাড় করার সুপারিশ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।এ প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের (বাজেট উইংয়ের) যুগ্ম সচিব সিরাজুন নুর চৌধুরী বলেন, উৎপাদনমুখী শিল্পঋণ প্যাকেজের আকার আরও ৩ হাজার কোটি টাকা বাড়িয়ে ৩৩ হাজার কোটি টাকা করতে মতামত দিয়েছে অর্থ মন্ত্রণালয়।বর্ধিত প্রণোদনার অর্থ থেকে রফতানিমুখী শিল্পোদ্যোক্তারা জুলাই মাসের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ঋণ নিতে পারবেন-এমন মতামত কেন্দ্রীয় ব্যাংককে দেয়া হয়েছে।প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে দেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকার ১ লাখ ৩ হাজার ১১৭ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।এর মধ্যে উল্লেখ্যযোগ্য হল : রফতানিমুখী শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার জন্য ৫ হাজার কোটি টাকা, এসএমই খাতে ২০ হাজার কোটি টাকা এবং উৎপাদনমুখী শিল্পকারখানার জন্য ৩০ হাজার কোটি টাকা।অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার ঘোষিত উৎপাদনমুখী শিল্পকারখানার প্রণোদনা আরও ৩ হাজার কোটি টাকা বাড়ানো হচ্ছে। এ টাকা দিয়ে রফতানিমুখী শিল্পোদ্যোক্তারা শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে নতুন শর্ত হচ্ছে- এই ঋণের সুদহার হবে ৯ শতাংশ।

উল্লেখ্য, এর আগে রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য পৃথক ৫ হাজার কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়, সেখানে ২ শতাংশ হারে সার্ভিস চার্জ দিয়ে ঋণ নেয়ার শর্ত ছিল। কিন্তু এবার উদ্যোক্তাদের ঋণের সুদহার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ।সূত্র জানায়, রফতানিমুখী শিল্পকারখানার শ্রমিকদের জুলাই ও আগস্ট মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নতুন করে ৫ হাজার কোটি টাকা ঋণ চেয়েছে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএ। এসব সংগঠনের চাহিদার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক।অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন,প্রথমবারের মতো ৫ হাজার কোটি টাকা সদ্যবিদায়ী বাজেট থেকে দেয়া হয়েছে। সে টাকার কোনো সুদ আরোপ করা হয়নি। কিন্তু নতুন করে আবার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে ৩ হাজার কোটি টাকা চাওয়া হয়।এই অর্থ দেয়ার অনুমোদন দেয়া হয়েছে। তবে এই অর্থ বাজেট থেকে ছাড় করা হবে। এটি দেয়া হবে কেন্দ্রীয় ব্যাংকের আওতায় উৎপাদনমুখী শিল্পঋণ প্রণোদনা প্যাকেজ থেকে।সূত্র জানায়, ১৯ জুলাই বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির বরাবর একটি চিঠি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ক্রয়াদেশ বাতিল ও স্থগিতের কারণে পোশাক শিল্প নিদারুণ আর্থিক সংকটের মধ্যে পড়েছে।এরই মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের চাপ রয়েছে। জুলাই ও আগস্টে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য অর্থের একান্ত প্রয়োজন। এ জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

Top