ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বিকৃতি করছে
আলোকিত বার্তা:ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বিকৃতি করছে বলে অভিযোগ করেছেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ডাকসুর সাবেক ভিপি এবং জেএসডির সভাপতি আসম আবদুর রব।বুধবার(২২ জুলাই)দুপুরে সদ্য প্রয়াত বিএনপি নেতা শাহজাহান সিরাজের স্মরণে ‘স্বায়ত্বশাসনের সংগ্রামকে স্বাধীনতা যুদ্ধের রূপান্তরে শাহজাহান সিরাজের ভূমিকা’শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।রব বলেন,শাহজাহান সিরাজ তার সারাজীবনের মধ্যে কী কাজ করেছেন আমি জানি না। তবে একটি জিনিসের জন্য তিনি বাংলাদেশে বেঁচে থাকবেন যতদিন বাংলাদেশ,বাংলাদেশের মাটি,বাংলাদেশের স্বাধীনতা থাকবে-সেটি হলো ৩ মার্চ।তিনি বলেন,সারা বাংলাদেশে সেদিন স্বাধীন বাংলার পতাকা উড়েছিল যেটা ২ মার্চ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করেছিলাম এবং বলা হয়েছিল ৩ মার্চ পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিয়ে সারা দেশে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করতে হবে।সেদিন বঙ্গবন্ধুকে সামনে রেখে সিরাজুল আলম খানের নির্দেশে শাহজাহান সিরাজ স্বাধীনতা ইশতেহার পাঠ করেছিলেন।আজকে ৫০ বছর পরে ৭ মার্চ ঐতিহাসিক দিবস উদযাপন করার সিদ্ধান্ত হয়।কেন এই ৫০ বছর কী হয়েছে?
জেএসডির সভাপতি বলেন,১৯৬২ সালে সিরাজুল আলম খানের নেতৃত্বে স্বাধীন বাংলা নিউক্লিয়াসের গঠনের মধ্যে দিয়ে প্রত্যেকটা আন্দোলন-সংগ্রাম হয়েছে।ওই সময়ে সিরাজুল আলম খানের নেতৃত্বে নিউক্লিয়াসের সদস্যরা ছাড়া কেউই পৃথিবীতে স্বাধীন বাংলাদেশের স্বপ্নই দেখেনি।আমি ও শাহজাহান সিরাজ ৬২ সালে নিউক্লিয়াসের সদস্য হই।আমরা কোনোদিন স্বায়ত্বশাসনের জন্য আন্দোলন করিনি।তিনি বলেন,একটা কথা বলে দিলে আজকে সবাই বুঝতে পারবেন,পাকিস্তানে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো,৬ দফা না ১ দফা,জিন্নাহ মিয়ার পাকিস্তান,আজিমপুরের গোরস্থান,বীর বাঙালি অস্ত্র ধরো,বাংলাদেশ স্বাধীন করো।বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ জহিরউদ্দিন স্বপনের পরিচালনায় এই আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা নুরে আলম সিদ্দিকী,বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান,বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ(বীর বিক্রম),নাগরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না,সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বক্তব্য রাখেন।