সাহেদের এনআইডি কার্ড ব্লক করে দেয়া হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাহেদের এনআইডি কার্ড ব্লক করে দেয়া হয়েছে


আলোকিত বার্তা:জাতীয় পরিচয়পত্রে নিজের নাম সংশোধন করে‘সাহেদ করিম’থেকে‘মোহাম্মদ সাহেদ’হওয়ায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের জাতীয় পরিচয়পত্র(এনআইডি)স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো.আলমগীর।সোমবার(২০ জুন)বিকেলে ৬৬তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিব বলেন,সাহেদের নাম পরিবর্তন জালিয়াতির সাথে ইসির কারা জড়িত,খুঁজে বের করতে তদন্ত চলছে।জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।প্রমাণসাপেক্ষে সাহেদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

Top