করোনায় নতুন শনাক্ত ২৪৫৯ জন,৩৭ জনের মৃত্যু - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় নতুন শনাক্ত ২৪৫৯ জন,৩৭ জনের মৃত্যু


আলোকিত বার্তা:দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬১৮ জনে। নতুন করে ২ হাজার ৪৫৯ জনের শরীরে শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ লাখ ৪৫২৫ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।রবিবার(১৯ জুলাই)করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত)অধ্যাপক ডা.নাসিমা সুলতানা।

বরাবরের মতোই বুলেটিনে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।উল্লেখ্য, চীনের উহান থেকে করোনা গত ছয় মাসে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চীনে করোনার প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।

Top