শাহেদের বিরুদ্ধে নতুন মামলার চার্জশিট শিগগিরই দেয়া হবে - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শাহেদের বিরুদ্ধে নতুন মামলার চার্জশিট শিগগিরই দেয়া হবে


আলোকিত বার্তা:রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে নতুন মামলার চার্জশিট শিগগিরই দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।রবিবার (১৯ জুলাই)দুপুরে পিআইবিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে নতুন মামলার চার্জশিট শিগগিরই দেয়া হবে। সেক্ষেত্রে তার বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলা খতিয়ে দেখা হবে।

মন্ত্রী বলেন, শাহেদের ঘটনায় পুলিশের যা করার তা করে যাচ্ছে। কিছু মামলায় তার জামিন নেয়া আছে। তবে তার বিরুদ্ধে দায়ের করা সবগুলো মামলা আমরা দেখবো। একইসঙ্গে তিনি এত মামলা নিয়ে কীভাবে ঘুরে বেড়িয়েছেন তারও তদন্ত চলছে। শাহেদকে এসব মামলায় অবশ্যই শাস্তি পেতে হবে।তিনি আরো বলেন, করোনা টেস্টের নামে শাহেদ জঘন্য অপরাধ করেছে। তার জন্য দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। তাকে কোনো ভাবেই ছাড় দেয়া হবে না।

Top