দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৫৪৭ জন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৫৪৭ জন


আলোকিত বার্তা:দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৫৪৭ জন।এছাড়া এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৬০টি নমুনা। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৬ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৩৪ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন।

তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরো ৫১ জন।এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪৭ জনে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৬২ জন।ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭২৫ জনে।এদিকে শুক্রবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, মহামারি করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজারে পৌঁছেছে।মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৩ হাজার।এ সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮২ লাখ ৭৮ হাজার মানুষ।

Top