আসন্ন ঈদুল আজহায় বাসের অগ্রিম টিকিটের চাহিদা নেই - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন ঈদুল আজহায় বাসের অগ্রিম টিকিটের চাহিদা নেই


আলোকিত বার্তা:আসন্ন ঈদুল আজহায় বাসের অগ্রিম টিকিটের চাহিদা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, এবছর ঈদে অগ্রিম টিকিটের কোনো চাহিদা নেই। তাই অগ্রিম টিকিট বিক্রির সম্ভাবনা কম। তবে চাহিদা থাকলে অবশ্যই বিক্রি করা হবে।বৃহস্পতিবার (১৬ জুলাই) ঈদুল আজহায় অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে একথা বলেন এই পরিবহন মালিক নেতা। খন্দকার এনায়েত উল্লাহ বলেন, করোনা ভাইরাসের কারণে বাড়ি যেতে মানুষের আগ্রহ কম। তাই এবার ঈদুল আজহায় অগ্রিম টিকিটের চাহিদা নেই।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে গত ২৪ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে পরিবহন চলাচল বন্ধ করে দেয় সরকার। দীর্ঘ দুই মাস সাধারণ ছুটি শেষে গত ১ জুন থেকে শর্তসাপেক্ষে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের অনুমতি দেওয়া হলেও সেই যাত্রীই পাওয়া যাচ্ছে বাসে। ফলে এই ঈদেও মানুষ ঘরবন্দি থাকবে।

Top