প্রতারক শাহেদের ১০ দিনের রিমান্ডে চাইবে ডিবি
আলোকিত বার্তা:রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম করোনাভাইরাসের চিকিৎসার নামে প্রতারণার করায় তার ১০ দিনের রিমান্ডে চাইবে ডিবি।বৃহস্পতিবার(১৬ জুলাই) সকালে সাহেদকে আদালতে তুলে এ রিমান্ডের আবেদন করা হবে।বুধবার(১৫ জুলাই)ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন,রিজেন্টের প্রতারণার মামলাটি ডিবি তদন্ত করছে।মামলার প্রধান আসামি রিজেন্টের চেয়ারম্যান শাহেদ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।শাহেদকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।
আজ ৫টা ১৫ মিনিটে স্বাস্থ্য পরীক্ষার জন্য শাহেদকে ঢামেকে নিয়ে যাওয়া হয়।ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা.আলাউদ্দিন গণমাধ্যমকে জানান,তাকে প্রাথমিকচিকিৎসা দেয়া হয়েছে।এক্সরে ও ইসিজি রিপোর্ট ভালো এসেছে।