দমন নীতির মাধ্যমে সরকার ভয়ের পরিস্থিতি সৃষ্টি করেছে - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দমন নীতির মাধ্যমে সরকার ভয়ের পরিস্থিতি সৃষ্টি করেছে


আলোকিত বার্তা:দমন নীতির মাধ্যমে সরকার ভয়ের পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ।রোববার (১২ জুলাই) দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবার কল সেন্টার উদ্ধোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই অভিযোগ করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘কোভিড-১৯ রোগীদের স্বাস্থ্যসেবায় হটলাইন কল সেন্টার উদ্বোধন উপলক্ষে এই ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবার কল সেন্টার ০৯৬৭৮১০২১০২ নম্বরে ফোন করে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সরকারের দমন নীতির কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘আজকে যারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে চান তারা শিকার হচ্ছেন গুমের, তারা শিকার হচ্ছেন মিথ্যা মামলার, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। পলি নামে একজন কিশোরী মেয়ে তার ফেসবুকে স্বাধীন মত প্রকাশ করার কারণে রাতের বেলা তাকে গ্রেফতার করে এখনো আটক রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘ছাত্রদলের সাবেক নেতা টিটো হায়দার ৪/৫দিন হলো গায়েব। নোয়াখালীর নেতৃবৃন্দ বারবার বলছেন, সেখানে র‌্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করছেন। কখনো তারা আকার ইঙ্গিতে বলে আছে, আবার কখনো বলে আমরা কিছুই জানি না।রিজভী বলেন, ‘কিন্তু সুস্পষ্টভাবে সবাই দেখছে যে, টিটো বেগমগঞ্জ থানায় আছেন। অনেকেই দেখেছেন। কিন্তু পুলিশ বলছে যে, সে তাদের কাছে নেই। আমরা সকলেই জানি টিটো পুলিশের কাস্টডিতে আছে এখন। এই ঘটনার মধ্য দিয়ে সবাইকে ভয় পাইয়ে দেয়া যে,আর কেউ তোমরা করোনা নিয়ে কথা বলো না। কী হচ্ছে না হচ্ছে, কত জিকেজি, রিজেন্টের ঘটনা হবে- খবরদার এসব নিয়ে কথা বলতে পারবে না।তিনি বলেনসরকারের কোনো অনাচার নিয়ে কথা বলতে পারবে না। মানুষকে ভয় পাইয়ে দেয়ার জন্য এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. হারুন অর রশিদও বক্তব্য রাখেন।

Top