দেশের ৬৪ জেলায় ১০ হাজার ৯০০ মেট্রিক টন চাল বরাদ্দ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের ৬৪ জেলায় ১০ হাজার ৯০০ মেট্রিক টন চাল বরাদ্দ


আলোকিত বার্তা:বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে দেশের ৬৪ জেলায় ১০ হাজার ৯০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। একইসঙ্গে দেশের সব জেলায় ১ কোটি ৭৩ লাখ নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বন্যা, নদী ভাঙ্গন, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের কারণে স‌রকার এ সহায়তা দেয়।

সোমবার(৬ জুলাই)সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।এতে আরো বলা হয়েছে, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, মাদারীপুর এই ১২টি জেলার প্রতিটিতে ২ হাজার প্যাকেট করে মোট ২৪ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে।

Top