সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে


আলোকিত বার্তা:জুনের শেষে এসে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে এসেছে।ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও-কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া পরিস্থিতির তেমন পরিবর্তন হবে না।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কক্সবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।মঙ্গলবার সকাল ৬টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মোংলা। ঢাকায় বৃষ্টিপাত হয়নি।

Top