সহকারী কর কমিশনার পদ থেকে উপ কর কমিশনার পদে পদোন্নতি পেয়েছেন আট জন
আলোকিত বার্তা:সহকারী কর কমিশনার পদ থেকে উপ কর কমিশনার পদে পদোন্নতি পেয়েছেন আট জন।বৃহস্পতিবার (২৫ জুন)এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।পদোন্নতিপ্রাপ্তরা হলেন- সহকারী কর কমিশনার কাউসার নূর, মো. খাদেমুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ শিহাবুল ইসলাম, আফরোজা বেগম, আমাতুল ফাতিহা, নিপু চন্দ্র দে, এ কে এম মঈনউদ্দিন এবং মিসপি সরেন।
পদোন্নতি পাওয়া আট জন এখন থেকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৩৫৫০০-৬৭০১০ টাকা বেতন স্কেলে (গ্রেড-৬) বেতন-ভাতা ও সুযোগ সুবিধা পাবেন।