১৭০ সংসদ সদস্য অংশ নেবেন,তাদের করোনা পরীক্ষার - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

১৭০ সংসদ সদস্য অংশ নেবেন,তাদের করোনা পরীক্ষার


আলোকিত বার্তা:একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে যে ১৭০ সংসদ সদস্য অংশ নেবেন,তাদের করোনা পরীক্ষার আহ্বান জানিয়েছে জাতীয় সংসদ।জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী রোববার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা নিজেরাই পরীক্ষা করছি।১৭০ সংসদ সদস্যকে করোনা পরীক্ষা করতে চিঠি দেয়া হয়েছে।শনিবার ২০ জন সংসদ সদস্য নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন। তাদের করোনা নেগেটিভ এসেছে। বাকিদেরও আমরা অনুরোধ করছি, যেন করোনার নমুনাটা পরীক্ষা করিয়ে নেন।জাতীয় সংসদ সদস্যের মধ্যে যাদের বয়স বেশি, তাদের আগে থেকেই সংসদে যোগদান না করতে বলা হয়েছে। এছাড়া কয়েকজন সংসদ সদস্য মৃত্যুবরণ করায় এখন ৩৫০ এর কম সংসদ সদস্য রয়েছেন বর্তমান জাতীয় সংসদে।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে,সংসদের মেডিকেল সেন্টারে শনিবার থেকে নমুনা জমা দিচ্ছেন এমপিরা।প্রথম দিন ২০ জন এমপি নমুনা দিয়েছেন।রোববার আরও ৪৫ জন দিয়েছেন।সব মিলিয়ে দুই দিনে নমুনা দিয়েছেন ৬৫ জন। সোমবারও এমপিদের নমুনা সংগ্রহ করা হবে।এখন পর্যন্ত বাজেট অধিবেশন তিন কার্যদিবস চলেছে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে,২৩,২৪,২৯ ও ৩০ জুন সংসদের অধিবেশন চলতে পারে। অধিবেশনের কার্যক্রম চলবে সংক্ষিপ্ত পরিসরে।চলতি বাজেট অধিবেশনে যোগ দিয়েছেন,এমন দুজনসহ অন্তত ১৫ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।সর্বশেষ শনিবার নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজার করোনা পজিটিভ হয়েছে।এ ছাড়া সংসদ সচিবালয়ের প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Top