জাতীয় সংসদের ৬৫ জন সদস্যের করোনা নেগেটিভ
আলোকিত বার্তা:করোনা সংক্রমণের মধ্যে ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে।ইতোমধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য (এমপি) করোনায় আক্রান্ত হয়েছেন।এজন্য মঙ্গলবারের (২৩ জুন) অধিবেশনে যেসব সংসদ সদস্য অংশ নেবেন তাদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ।গত ২০ জুন থেকে এখন পর্যন্ত ৬৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।সবার রেজাল্ট নেগেটিভ এসেছে।সংসদ সচিবালয়ে একজন কর্মকর্তা বলেন,১৭০ জন সংসদ সদস্যকে করোনা পরীক্ষার অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে। অনেক এমপি আগেই পরীক্ষা করেছেন।
আগামী ২৩, ২৪, ২৯, ৩০ জুন চারটি অধিবেশন হবে। শেষ দিন (৩০ জুন) নতুন অর্থ বছরের বাজেট পাস হবে। ওই অধিবেশনে যেসব এমপি উপস্থিত থাকবেন তাদের তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী করোনা টেস্ট করা হচ্ছে।জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার আরিফুল হক বলেন, এমপিদের করোনা টেস্ট করা শুরু হয়েছে। যারা পরবর্তী অধিবেশনের যোগ দেবেন তাদের টেস্ট করা হচ্ছে।প্রসঙ্গত, সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন করোনায় আক্রান্ত। এ ছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। আর ২১ জুন পর্যন্ত ১৫ জন এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে।