সবচেয়ে ক্ষতিগ্রস্ত এমন ৫৬ লাখ পরিবারের পাশে দাঁড়িয়েছে
আলোকিত বার্তা:কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এমন ৫৬ লাখ পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।প্রায় সোয়া দুই কোটি মানুষকে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে মানবিক সহযোগিতা করা হয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় করোনা পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।তিনি বলেন, আমাদের দলের কেউ কেউ জমি বিক্রি করে, স্ত্রীর গহনা বিক্রি করে এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন।রোববার সন্ধ্যায় বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন আয়োজিত এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান টুকু বলেন, বৈশ্বিক মহামারী সংকটে দেশ। আমরা বিরোধী দল হিসেবে চেয়েছি এই সংকট মোকাবেলায় সরকারকে সহযোগিতা করতে। আমরা প্রথম সরকারের কাছে একটি অর্থনৈতিক প্যাকেজ দিয়েছি। সেই প্যাকেজ দেয়ার পর সরকার আমাদের কোনো সাড়া দেয়নি, আমাদের সঙ্গে কোনো আলোচনাও করেনি এবং দেখলাম আমাদের প্যাকেজ দেয়ার পর প্রধানমন্ত্রী আরেকটি প্যাকেজ দিলেন। এটি খুব বেশি কম না। কিন্তু আমরা সুস্পষ্টভাবে দিয়েছিলাম কীভাবে কোথায় কী করতে হবে। কিন্তু তারা সেগুলো না করে এমন করে দিল যে পরে দেখা গেল এটি কোনো প্যাকেজ না, এটি হচ্ছে ব্যাংকের ঋণ।সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, সরকার তো সবসময় জনগণের সঙ্গে প্রতারণা করছে। যেমন ভোটে প্রতারণা করেছে, তেমনি সব ক্ষেত্রে জনগণের সঙ্গে প্রতারণা করে তারা দেশ শাসন করছে শুধু শক্তি দিয়ে। আমরা বুঝতে পেরেছিলাম সরকার করোনাভাইরাসকে মোকাবেলায় ব্যর্থ হবে। এ কারণে প্রথম থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বলেছিলেন যে, এই নিয়ে একটি সেল করতে হবে। এই সেলের মাধ্যমে আমাদের ত্রাণ দিতে হবে।
টুকু বলেন, আওয়ামী লীগ ত্রাণ দিতে গেছে সেখান থেকে চুরি করেছে। ত্রাণ চুরি আওয়ামী লীগের নতুন না এটি বহু দিনের ইতিহাস।বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জহির উদ্দিন স্বপনের সঞ্চালনায় আলোচনায় দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখেন।