মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে
আলোকিত বার্তা:মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ অবস্থায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক সেকেন্ডের টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশ কয়েকটি বাড়িঘর।
আষাঢ়ের শুরুর দিনটা কড়া রোদে পুড়লেও পরের দিন থেকেই অঝোরে ঝরছে বর্ষার আকাশ। গত ৩ দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বুধবার রাত থেকে সকাল পর্যন্ত রাজধানীতে মুষলধারে বৃষ্টি। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা বৃষ্টিতে বিপাকে পড়েন কর্মজীবীরা।আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, মৌসুমি বায়ুর প্রভাবেই বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাত হবে এবং এরপর স্বাভাবিক হয়ে এ মাসের শেষের দিকে আবার বৃষ্টিপাত হবে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর ও অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বুধবার রাত থেকে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি ৩০ সেন্টিমিটার বেড়েছে। নদীর ষোলঘর পয়েন্টে ৬ দশমিক ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। এছাড়া মৌলভীবাজারেও থেমে থেমে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা খুব একটা পরিবর্তন না হওয়ায় গরম কমেনি। ভারি বৃষ্টি আর ঝড়ো হাওয়া বইছে কক্সবাজারেও। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৫৩ মিলিমিটার।এছাড়া গত চারদিন ধরে বৃষ্টিপাত অব্যাহত আছে মোংলা সমুদ্র বন্দরে। বৈরি আবহাওয়ায় বন্দরে অবস্থানরত জাহাজ থেকে পণ্য খালাস ব্যহত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব ইউনিয়নের মহিউদ্দিন নগর গ্রামে বৃহস্পতিবার সকালে কয়েক সেকেন্ড স্থানীয় টর্নেডোর আঘাতে এলাকায় অন্তত ১৫টি বাড়িঘর মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা /ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি /বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।