মার্চ থেকে মে এই তিন মাসে মোট ৪৮০ জন নারী ও মেয়ে শিশু সহিংসতার শিকার হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মার্চ থেকে মে এই তিন মাসে মোট ৪৮০ জন নারী ও মেয়ে শিশু সহিংসতার শিকার হয়েছে


আলোকিত বার্তা:মার্চ থেকে মে এই তিন মাসে মোট ৪৮০ জন নারী ও মেয়ে শিশু সহিংসতার শিকার হয়েছে বলে বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতি দিয়েছে। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু স্বাক্ষরিত এই প্রতিবেদন প্রকাশ করা হয়। পরিষদে সংরক্ষিত ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।বিবৃতিতে করোনাকালে পারিবারিক সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে দাবি করা হয়-প্রকৃত ঘটনা আরো অনেক বেশি, সংবাদমাধ্যমে নারী নির্যাতনের আংশিক কিছু খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে দেখা যায়, ২৬৭ জন নারী এবং ২১৩টি মেয়েশিশু নির্যাতনের শিকার হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, করোনা সংকটে মানুষ কর্মহীন হয়ে পড়ায় অলস সময় পার করছে। অর্থনৈতিক টানাপোড়েন, সমাজ থেকে বিচ্ছিন্নতা ও অনিশ্চিত পরিস্থিতিতে হতাশা ও অস্থিরতা বোধ করায় পরিবারের সদস্যদের মধ্যে সহিংস ঘটনা বেড়েছে। আর এর প্রভাব পড়েছে পরিবারের নারী শিশুদের ওপর।

Top