জিএম কাদেরের হীরা মণির ধর্ষকদের কঠোর শাস্তি দাবি - Alokitobarta
আজ : শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জিএম কাদেরের হীরা মণির ধর্ষকদের কঠোর শাস্তি দাবি


আলোকিত বার্তা:লক্ষ্মীপুরে নবম শ্রেণির ছাত্রী হীরা মণিকে (১৪) ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।এক বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের বলেন, মহামারি করোনাভাইরাসের সময়ে এমন বর্বর ঘটনা মেনে নেয়া যায় না।

ধর্ষণের পর হত্যার শিকার হীরা মণির বাবা হারুন অর রশিদ ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছে। তার মা ও ছোট দুই ভাইবোন বাবা-মার সাথে রাজধানীর একটি হাসপাতালে আছে। এমন পরিস্থিতিতে হীরা মণি হত্যার ঘটনা মৃত্যুর সাথে লড়া বাবা ও তার পরিবারের জন্য যেমন অসহনীয়, তেমনি এই সমাজের জন্যও লজ্জার।তদন্ত করে হীরা মণি হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে আইশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

Top