করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ৩৪৭১ জন, নতুন মৃত্যু ৪৬ জন - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ৩৪৭১ জন, নতুন মৃত্যু ৪৬ জন


আলোকিত বার্তা:দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৪৭১ জন।এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৪৬ জনের। সুস্থ হয়েছেন ৫০২ জন।এ পর্যন্ত একদিন ব্যবধানে যে সংখ্যক রোগী মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন,তার মধ্যে এ দুটোই সর্বোচ্চ; রেকর্ড।

শুক্রবার(১২ জুন)দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক(মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত)অধ্যাপক ডা.নাসিমা সুলতানা।করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডাব্লিউএইচও)ও স্বাস্থ্য অধিদপ্তরের লকডাউন পরবর্তী সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা.নাসিমা সুলতানা।

Top