বাংলাদেশ বাধ্য নয় রোহিঙ্গাদের আশ্রয় দিতে
আলোকিত বার্তা:নিজেদের সমুদ্রসীমায় ঢুকে পড়া একটি নৌকা থেকে ৩০০ রোহিঙ্গা শরণার্থীকে আটকের পর তাদের ফেরত নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়া।
মঙ্গলবার (৯ জুন) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেন,চলতি সপ্তাহে আমাদের জলসীমায় আটক ৩০০ রোহিঙ্গাকে ফেরত নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানাবে মালয়েশিয়া।এর জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন,রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশ বাধ্য নয়। রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয় এবং তাদের গ্রহণ করার বিষয়ে আমাদের কোনো দায়বদ্ধতা নেই।
মঙ্গলবার (৯ জুন) ক্লাইমেট ভার্নাবেল গ্রুপের (সিভিএফ) বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়া উপলক্ষে এক ভিডিও প্রেস কনফারেন্সের তিনি একথা বলেন।এসময় মালয়েশিয়ায় আটকেপড়া রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য সেদেশের একজন মন্ত্রী বাংলাদেশকে অনুরোধ করেছে; এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী উত্তেজিত হয়ে বলেন, যারা আমাদের ফরমায়েশ করে তারা এদের নিয়ে যাক। এখানে যারা আছে তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো ভালো জীবন দেওয়ার চেষ্টা করছি। এর বেশি কিছু করার সাধ্য আমাদের নেই।
ভিডিও প্রেস কনফারেন্সে আরো বক্তব্য রাখেন- মার্শাল আইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী কাস্টেন এন নেমরা, ইথিয়ওপিয়ার বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক কমিশনার ড. ফেকাদু বেয়েনে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ।