করোনা মহামারির এই সময়ে বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ
আলোকিত বার্তা:করোনা মহামারির এই সময়ে বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ)।শনিবার(৩০ মে)বিআরটিএ এর ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।বৈঠকে বিআরটিএর কর্মকর্তা ছাড়াও বাস মালিক ও শ্রমিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সব রুটে বাস চলাচলের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে সরকারি এই সংস্থাটি।
১ জুন সোমবার থেকে বাস চলাচল শুরু হবে।অপরদিকে বিদ্যমান ভাড়ায় রবিবার(৩১ মে)থেকে আপাতত লঞ্চ চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ)।তবে ভাড়া বাড়বে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কারিগরি কমিটি গঠন করা হবে।করোনাভাইরাস সংকটের কারণে গত ২৬ মার্চ থেকে গণপরিবহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করে সরকার।বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে সীমিত আকারে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়।এরপরই স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনা নিয়ে শুক্রবার বাস ও লঞ্চ মালিকদের নিয়ে আলাদা বৈঠক করে বিআরটিএ ও বিআইডব্লিউটিএ।