আবার আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আবার আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’


আলোকিত বার্তা:ঘূর্ণিঝড় আম্পান লন্ডভন্ড করে দিয়ে গেছে বাংলাদেশ ও ভারতের একাধিক অঞ্চল।বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চলের ৬৪তম ঘূর্ণিঝড় ছিল আম্পান। আসন্ন আরেক মহাপ্রলয়ের নাম নিসর্গ।নিসর্গ নামটি বাংলাদেশের প্রস্তাবিত।ভারত,বাংলাদেশ,মায়ানমার,পাকিস্তান,মালদ্বীপ,ওমান,শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের সঙ্গে ২০১৮ সালে তালিকায় আরো পাঁচটি দেশকে যুক্ত করা হয়েছে।ইরান,কাতার,সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত আর ইয়েমেন।এই ১৩টি দেশ এপ্রিলে আসন্ন ঘূর্ণিঝড়ের ১৬৯টি নাম প্রস্তাব করেছে।

আমফানের পরবর্তী ঘূর্ণিঝড়গুলির নাম হবে নিসর্গ(বাংলাদেশের প্রস্তাবিত),গতি (ভারতের প্রস্তাবিত),নিভার (ইরানের প্রস্তাবিত),বুরেভি (মালদ্বীপের প্রস্তাবিত),তৌকতাই (মায়ানমারের প্রস্তাবিত নাম),ইয়াস (ওমানের প্রস্তাবিত)।এর আগে ফণী ঝড়ের নাম দিয়েছিল বাংলাদেশ। সেটিও প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়েছিল। আমফান নামটি দিয়েছিল থাইল্যান্ড। যার অর্থ আকাশ।

Top