ঘূর্ণিঝড় আম্পানে ১১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় আম্পানে ১১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে


আলোকিত বার্তা:ঘূর্ণিঝড় আম্পান ১১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো.এনামুর রহমান।বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ, পানিসম্পদ, কৃষি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব দিয়েছে। প্রায় এক হাজার ১০০ কোটি টাকা ক্ষতির প্রাথমিক হিসাব আমরা পেয়েছি। অন্য যেসব মন্ত্রণালয় আছে, তারাও রিপোর্ট দিয়েছেন, তেমন কোনো ক্ষয়ক্ষতির বিবরণ তারা দেয়নি।তিনি আরো বলেন,আমের ১৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ত্রাণ হিসেবে যেন আম কেনা হয়। ক্ষতিগ্রস্ত বাঁধ ও বাড়ি ঘরের জন্য টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আগামীকাল থেকেই কাজ শুরু হবে।

এর আগে বুধবার (২০ মে) বিকেলে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার পর স্থলভাগে উঠে আসে। সন্ধ্যারাত থেকে বাংলাদেশের উপকূলেও শুরু হয় তাণ্ডব। এটি সারারাত এটি ঘূর্ণিঝড় রূপে থেকেই দেশের দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাণ্ডব চালিয়েছে। সারারাত তাণ্ডব চালানোর পর বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৭টার পর শক্তি ক্ষয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়।

Top